শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভবানীখিলা গ্রামের একটি ঈদগা মাঠ এলাকায় ৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। মাদক ব্যবসায়ীরা হলো- ঝিনাইগাতী উপজেলার ভবানীখিলা গ্রামের আঃ মোতালেবের ছেলে জীবন মিয়া (২১), জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের জবদুল ইসলামের ছেলে শামীম মিয়া (২২), ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের হযরত আলীর ছেলে আশিক (১৮) ও জয়দেবপুর জেলার গাজীপুর চৌরাস্তা ইটাহাটা এলাকার চাঁন মিয়ার ছেলে অমিত হাসান (১৮)। এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শনিবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার ভবানীখিলা ঈদগা মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে ওই চার মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশের দল। পরে আটককৃতদের প্যান্টের পকেট থেকে বিভিন্ন পরিমানে মোট ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উদ্ধার কৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩০ হাজার টাকা। এব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ৮ সেপ্টেম্বর দুপুরে ৪ মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের শেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। Related posts:এসিল্যান্ড মাহমুদা বেগম খুলে দেয়া কালভার্ট ব্রীজ পরির্দশন করলেন‘ধন্যবাদ আবেদ ভাই’ জামালপুরে শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিতজামালপুরে ট্রেনে কাটা পড়লো যুবক Post Views: ২৯০ SHARES সারা বাংলা বিষয়: