ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ও বাস্তবায়নে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় ১০৫টি গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করা হয়েছে। ২৬ মে সোমবার বেলা ১১টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী, প্রজেক্ট এক্সিকিউটিভ মো. জোবায়ের ইবনে কামাল, ইউপি সদস্য জাহিদুল হক মনির প্রমুখ। জানা গেছে, ২০২৪ সালের ৪ অক্টোবর ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে ওই পরিবারগুলোর বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই পরিপ্রেক্ষিতে অসহায় ১০৫টি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট বারান্দাসহ সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়। প্রতিটি ঘর নির্মাণে ৩ লক্ষ টাকা করে ব্যয় হয়েছে। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৪৯টি, নকলা উপজেলায় ২টি এবং শেরপুর সদর উপজেলায় ৪টিসহ মোট ১৬০টি ঘরের চাবি হস্তান্তর করেন। Related posts:নালিতাবাড়ীতে কেরাত, আজান ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণশেরপুরের পুলিশ সুপারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বদলিজনিত সংবর্ধনা প্রদানশেরপুরে বাজিতখিলা ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও সেলাই মেশিন বিতরণ Post Views: ৯৯ SHARES শেরপুর বিষয়: