শ্রীবরদীতে অবৈধ অ্যাসিড বিক্রির অভিযোগে আটক ১

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে অবৈধ সালফিউরিক অ্যাসিড বিক্রির অভিযোগে সিদ্দিকিয়া মটরস’র মালিক নূর উদ্দিনকে আটক করেছে র‌্যাব-১৪। এসময় ১ হাজার লিটার সালফিউরিক অ্যাসিড জব্দ করা হয়। ২৪ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। আটককৃত নূর উদ্দিন ওই এলাকার আমের আলীর ছেলে।
র‌্যাব জানায়, অনুমোদনহীনভাবে দীর্ঘদিন ধরে নূর ইসলাম অবৈধ সালফিউরিক অ্যাসিড বিক্রি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এসময় অ্যাসিড বিক্রির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে। এসময় ১হাজার লিটার সালফিউরিক অ্যাসিড জব্দ করা হয়। এসব অবৈধ সালফিউরিক অ্যাসিড ইজিবাইকের ব্যাটারিতে পানি হিসেবে ব্যবহার করে।