জামালপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

জমালপুর প্রতিনিধি ॥ মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে ও সকল অপরাধীদের আইনের আওতায় এনে সমাজকে সুন্দর করার লক্ষকে সামনে রেখে জামালপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার সভাপতিত্ব জামালপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান। এ সময় আরো বক্তব্য দেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক নূরুল আলম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম আবু জাফর জাফু প্রমুখ।
সমাবেশে ৭টি উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।