জামালপুরের মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিশা (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ৩০ অক্টোবর শুক্রবার সকালে মাদারগঞ্জ পৌরসভার উত্তর চরবওলা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কিশোরী নিশা ওই গ্রামের নুরনবী আকন্দকের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রান্না ঘর পরিষ্কার করা নিয়ে সৎ মায়ের সাথে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটি পরে সৎ মা ছাগল চড়াতে চলে যায়। এরপর দুপুরে বসত ঘরের ধরনার সাথে কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য বিকেলে মর্গে পাঠায়।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।