যুবলীগ সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করছে- যুবলীগ চেয়ারম্যান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, সকল ক্লান্তিলগ্নে পত্যেকটি বিপদে-আপদে, গণতান্ত্রিক সংগ্রাম, সৈরাচার বিরোধী সংগ্রামে যুবলীগ সব সময় মানুষের অধিকার আদায়ে জোরালো ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, গণমানুষকে সাথে নিয়ে মানুষের দ্বারপ্রান্তে আমরা চলে যাই। মানুষের সাথে আমরা যোগাযোগ স্থাপন করি। এই করোনা প্রাক্কালে আমরা প্রায় ৪৫ লক্ষ মানুষের দ্বারপ্রান্তে ত্রান সামগ্রী পৌছিতে পেরেছি। গতকাল শনিবার দুপুরে বালিজুড়ী এফ.এম উচ্চ বিদ্যালয় মাঠে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্ধোধক বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র করেছিল জিয়াউর রহমান ,খন্দকার মোস্তাক। যে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হয়েছে। সেই খুনি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ষড়যন্ত্র করছে। যে ষড়যন্ত্র করেছিল ২০০৪ সালের ২১ আগষ্ঠ সফল হতে পারে নাই । শেখ হাসিনাকে লক্ষ্য করে ১৩ টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে একটি গ্রেনেডে একটি স্পিøন্টার শেখ হাসিনা কে স্পর্শ করে নাই । কিন্ত’ ঐ জায়গায় প্রায় ৬শ মানুষ গ্রেনেড়ের স্পিøন্টারে আহত হয়েছিল, ২৪ জন মানুষের মৃত্যু হয়েছিল। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল বলেন, মাদারগঞ্জের কোন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও সেবনকারী থাকতে পারবে না । বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাদারগঞ্জের কোন ইউনিট পর্যায়ে মাদক ব্যবসায়ী ,চাঁদাবাজী,মাস্তানি করে মানুষের উপর জুলুম করে এরকম কোন নেতৃত্ব আমরা দেখতে চাই না। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ , সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী , সহ সভাপতি আশরাফ হোসেন তরফদার , মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সভাতি জীবন কৃষ্ণ সাহা , সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামীলীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, অধ্যক্ষ গোলাম রব্বানী , জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু , সাধারন সম্পাদক ফারহান আহম্মেদ প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে পুনরায় ফরিদুল ইসলামকে সভাপতি ও শফিকুল ইসলাম কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। Related posts:ঝিনাইগাতীকে ভূমিহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিংঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপনগ্রাহকের হিসাব থেকে ৭০ লাখ টাকা চুরি Post Views: ২৪৪ SHARES শেরপুর বিষয়: