শেরপুরে পারিবারিক আইন বিষয়ে কাজী ও ইমামদের নিয়ে কর্মশালা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলার সদর উপজেলার ৭নং ভাতশালা ইউনিয়নের সাপমারী ভূইয়ারচর ২৯ নভেম্বর রোববার সকাল ১০টায় বেসরকারী সংস্থা স্বণির্ভর নারী কল্যাণ সংস্থা এর আয়োজনে সাবলম্বি উন্নয়ন সমিতি নেত্রকোণা এর সহযোগীতায় এসএনকেএস এর অফিস কক্ষে নারী ও কন্যা শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাজী ও ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে পারিবারিক আইন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বণির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোণার প্রজেক্ট অফিসার খালেদা আক্তার, দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ প্রমুখ। এ সময় নারী ও কন্যা শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করণের বিষয়ে অংশগ্রহণকারী ইমাম ও কাজীগণ স্ব-স্ব অবস্থান থেকে পরামর্শ প্রদান করেন। ইসলামী শরিয়াহ ও বাংলাদেশের আইনের মধ্যে নারী শিশু ও পুরুষদের যে সকল বিধি বিধান রয়েছে সে সব বিষয়ে কর্মশালায় গুরুত্ব পায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম শরিফুল ইসলাম, আব্দুল মালেক, মোবারক হোসেন, কাজীদের মধ্যে ছামিদুল হক, আবুল কাইয়ুম, নূরে আলম সিদ্দিকি, আবুল হোসেন, আব্বাস আলী প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন বেসরকারী সংস্থা এসএনকেএস এর প্রোগ্রাম অফিসার জিয়াউল হক। কর্মশালায় ৩০ জন ইমাম ও কাজী অংশগ্রহণ করেন। Related posts:কিশোরগঞ্জের ভৈরবে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারগাজীপুরে কুপিয়ে ও গুলি করে সোনালী ব্যাংকের টাকা লুটবাজার কারসাজিতে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বকশীগঞ্জের ইউএনও Post Views: ২৪০ SHARES সারা বাংলা বিষয়: