সাংবাদিকরা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : মেয়র টিটু

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, বিভিন্ন সমস্যা তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি সাংবাদিকরাও সংবাদ প্রকাশের মাধ্যমে করোনাকালীন মানুষের পাশে যেভাবে থেকেছেন তা অতুলনীয়। ৬ নভেম্বর শনিবার বিকেলে ময়মনসিংহে একটি রেস্টুরেন্টে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনেকে ব্যক্তিগতভাবে লাভবান হয় এবং অন্যকে প্রতারিত করার চেষ্টা করে যা কোনভাবেই কাম্য নয়। এই হলুদ সাংবাদিকতার বিষয়ে সবাইকে সাবধান হতে হবে এবং সাংবাদিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে যাতে এই সমাজকে কেউ বিভ্রান্ত করতে না পারে।
এসএ টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ মো. আওলাদ হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সাধারণ সম্পাদক আবদুল হামিদ ইমরানসহ ফাউন্ডেশনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।