২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পেলেন শেরপুরের ৬ জন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪

‘সোনার বাংলা গড়ার প্রত্যয়’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরে ২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন পর্যায়ের ৬ জন কর্মকর্তা-কর্মচারী শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন।
তারা হচ্ছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জিন্নাত শহীদ পিংকী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লায়লা ইয়াসমিন ও জারিকারক মো. আবুল কাশেম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোছা. বিলকিস বেগম এবং ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফটোকপি মেশিন অপারেটর আগস্ট্রিন ম্রং।
৮ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।