শেরপুরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

শেরপুরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

ওইসময় তিনি বলেন, আইনের সঠিক প্রয়োগের জন্যই আইন জানার অনুশীলন দরকার। আইনের যথাযথ অনুশীলন ও অনুসরণ হলে নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিত হবে। সমাজ তাতে আলোকিত হবে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দীন, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।