শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ঝিনাইগাতী উপজেলার ঝুলগাঁও (কোয়ারী রুট) গ্রামে ৯ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি অভিযান চালিয়ে মোঃ সোলায়মান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় ওই মাদক ব্যবসায়ীর বশতঘর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী সোলায়মান ঝিনাইগাতী উপজেলার ঝুঁলগাঁও কোয়ারী রুট এলাকার জনৈক আলেক মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমানের নির্দেশে এক গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ও এএসআই মোঃ হাবিবুর রহমান চকদার সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে ঝুলগাঁও কোয়ারী রুট এলাকা থেকে মাদক ব্যবসায়ী সোলায়মানকে প্রথমে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সোলায়মানের বশত ঘরে অভিযান চালিয়ে খাটের নীচ থেকে একটি কোটায় লুকানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়টি ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন। পরদিন ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ধৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে শেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।