শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে নকলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নকলা উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপণ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে- সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সুলতানা লায়লা তাসনীম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, নকলা শাহরিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, মমিনাকান্দা আল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হযরত আলী, মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল করিম, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি উপপরিদর্শক রাজীব কুমার ভৌমিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা সাইমুন শাহানাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা জাহাঙ্গীর আলম বুলবুলসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন বিরোধীদের প্রতি সজাগ দৃষ্টি রাখাসহ করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনের সীদ্ধান্ত গৃহীত হয়। Related posts:ঝিনাইগাতীতে ঝিলিক এন্টার প্রাইজের ব্যানারে টিসিবি’র পণ্য বিক্রি শুরুযুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে ॥ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদনালিতাবাড়ীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থ উৎসব অনুষ্ঠিত Post Views: ৩১৭ SHARES শেরপুর বিষয়: