শেরপুরে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার শেখহাটি মহল্লায় আবু সাঈদ (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোণা জেলা পুলিশে কর্মরত ছিলেন। নিহত আবু সাঈদ শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তাড়াকান্দি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল আবু সাঈদ শনিবার (১০ এপ্রিল) রাতে নেত্রকোণা জেলা পুলিশে কর্মরত থাকা অবস্থায় অসুস্থজনিত কারণে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। পরে ১২ এপ্রিল সন্ধ্যায় শেরপুরে চিকিৎসা শেষে তার মাকে নিয়ে রাত ১১টার দিকে পৌর শহরের শেখহাটি মহল্লার মামা মোফাজ্জল হোসেনের বাড়িতে ওঠেন। এদিকে মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে আবু সাঈদের মা তাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতবাড়ির টিনের বাউন্ডারির পাশে ছেলেকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু সাঈদের মা জানান, তার ছেলে পুলিশের ক্রীড়া দলের সদস্য ছিল। ১ বছর থেকে সে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বেশ আতঙ্কিত ছিল। খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া, ডিআইও-১ আবুল বাশার মিয়া, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কনস্টেবল আবু সাঈদের মৃতদেহ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আবু সাঈদের মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে সমাজসেবার চেক বিতরণশ্রীবরদীতে মোটর সাইকেল কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যাবন্য হাতির তান্ডবে ফসল রক্ষায় দিশেহারা নালিতাবাড়ী সিমান্তের এলাকাবাসী Post Views: ৩০৭ SHARES শেরপুর বিষয়: