শ্রীবরদীতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

‘স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ প্রদর্শনী। ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা ডা, ওমর ফারুক।
উপজেলা প্রাণিসম্পদের ভেটেনারি সার্জন ডা, সারাহ তাসনুভা প্রীতির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিল প্রমুখ। সভার শুরুতে প্রদর্শনীতে নিয়ে আসা প্রাণি মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এসব স্টলে নিয়ে আসা হয় উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল গবাদিপশুসহ বিভিন্ন প্রাণী। তথা গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, কবুতর ইত্যাদি। এছাড়াও প্রদর্শনীতে প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ঔষধ সামগ্রী, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম, মোড়কসহ ৬ টি ক্যাটাগড়িতে ৪৫টি স্টল প্রদর্শন করা হয়।