সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপির ব্যাক্তিগত তহবিল থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৭ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় প্রতিটি প্যাকেটে চাল, ডাল, মুড়ি, আলু, খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আব্দুল হক গুদু, যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আওনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
অপরদিকে দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে করোনা ভাইরাসে মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, লিফলেট বিতরন করেছে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং আওনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মননোয়ন প্রত্যাশি আনোয়ার হোসেন রাঙ্গা। ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আলসান প্রফেসর, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সামিউল আলম সামী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তা বেগম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুরুজ হাওয়ালদার, আওয়ামী লীগ নেতা আবেদ আলী, সমাজ সেবক মুখলেছুর রহমান লাভলু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বণিন সমিতির নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং আওনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মননোয়ন প্রত্যাশি আনোয়ার হোসেন রাঙ্গা বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে করোনা ভাইরাসে মানুষকে সচেতন করতে পথচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন করেছি। এছাড়া দরিদ্র মানুষ যারা ঘরবন্ধী হয়ে আছে কাজে বাইরে যেতে পারছে না তাদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।