নালিতাবাড়ীতে ভাইস চেয়ারম্যান, উপজেলা আ’লীগ সম্পাদক ও সাংবাদিকের ফেসবুক একাউন্ট হ্যাক

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভাইস চেয়ার‌্যমান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান ফজলু ও সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান সোহাগের ফেসবুক একাউন্ট হ্যাক করেছে স্থানীয় ও আন্তজার্তিক হ্যাকাররা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় ও আন্তজার্তিক কুচক্রী মহলের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬.১৫ মিঃ হতে এই তিন ব্যাক্তির ফেসবুক একাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। সেসব একাউন্টে বিদেশী ব্যাক্তির ছবি ও তথ্য সংযোজন করে তাদের নামে একাউন্ট চালু করেছে। পরে যার যার ফেসবুক আইডিতে প্রবেশ করলে তারা এসব চিত্র ফেসবুকে দেখতে পায়।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলার ভাইস চেয়ার‌্যমান আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, আমার আইডি যে হ্যাকাররা হ্যাক করেছে তাতে আমার কোন আইডি ফেসবুকে শো করে না। পরে থানায় জিডি করে নতুন করে আমি আবার আমার আইডি খুলি। স্থানীয় ও আন্তজার্তিক এসব কুচক্রী মহলের বিরোদ্ধে আমাদের নিন্দা এবং যথাযথ ব্যবস্থার গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানাই।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান ফজলু বলেন, অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এসব স্থানীয় ব্যাক্তিদের সহায়তায় আন্তজার্তিক কুচক্রী মহল এসব জগন্য কাজ করে থাকে। আমি এ ব্যাপারে থানায় জিডি করবো এবং এর নিন্দা ও সংশ্লিষ্ট মহলকে ব্যবস্থা নিতে আহবান করছি।
সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ বলেন, আমরা গনমাধ্যম কর্মী। আমাদের একাউন্ট হ্যাক করা মানে তো জনকন্ঠ, জনমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রোধ করা। স্থানীয় ও আন্তজার্তিক হ্যাকাররা কোন বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এসব ঘৃন্যতম কাজ করে থাকে। অন্যের একাউন্ট হ্যাক করা অপরাধের শামিল। এই ধরনের ঘৃন্যতম কাজের জন্য নিন্দা ও ব্যবস্থা দানের জন্য ফেসবুক কর্তৃপক্ষসহ সংশিষ্ট মহলকে অনুরোধ জানাচ্ছি। তবে এসব একাউন্ট রিকোভারী করা কঠিন কাজ। অনেক একাউন্ট রিকোভারী হয় আবার অনেকটি হয় না। আমার টা হয়নি এবং নতুন করে কাজ করাটাও কষ্ট সাধ্য। এই করোনা দূর্যোগ ও মহামারিতে বিশ্বের মানুষের যখন মরন অবস্থা। বিশ্বের সমস্ত মানুষ একেক জায়গা হতে যখন বিভিন্ন মিডিয়ার দিকে চেয়ে খবর নিচ্ছে এবং ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধমে চেয়ে থাকে এমন সময় অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য এসব হ্যাকাররা তাদের ঘৃন্যতম কাজে মনোনিবেশ করেছে। আমি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করছি। আমি থানায় জিডি করবো।