জামালপুরে যৌনপল্লীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে রাণীগঞ্জ যৌনপল্লীতে ১৪৪ জন যৌনকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর এই ত্রাণ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমান, জামালপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব সিংহ সাহা, সংরক্ষিত আসনের কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি, ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশফিকুর রহমান, যৌন সুরক্ষা সেবা প্রতিষ্ঠান লাইটহাউজের সহকারি চিকিৎসক দিলরুবা পারভীন প্রমুখ। ত্রাণ উপহার সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি করে চাল ও নগদ ১ হাজার টাকা। এই ত্রাণ পেয়ে খুশি হয়েছেন যৌনকর্মীরা। তবে করোনা দুর্যোগে পড়ে সমাজের বিত্তবান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মানবিক সহায়তা চেয়েছেন। Related posts:নকলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিতজামালপুরে চিকিৎসকসহ ৩ জন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ২৪সরিষাবাড়ীতে হোটেল কর্মচারির হাত-পা বাঁধা লাশ উদ্ধার Post Views: ২৭৮ SHARES সারা বাংলা বিষয়: