জামালপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় আখি বেগম (২১) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১০ জুন) দুপুরে স্বামীর বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ আখি বেগম সদর উপজেলার পশ্চিম কুচনধার গ্রামের নুরুল হকের মেয়ে। গৃহবধূর পিতা নুরুল হক বলেন, গত সাত মাস আগে হরিণাকান্দা গ্রামের হেলী মিয়ার ছেলে মিলন মিয়ার (২৫) সাথে তার মেয়ের বিয়ে হয়। এক সপ্তাহ আগে জোর করে তার বাড়ী থেকে মেয়েকে নিয়ে যায় স্বামী মিলন মিয়া। তার মেয়েকে প্রায়ই মারধর ও নির্যাতন করা হত। তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন নুরুল হক। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর টিপু সুলতান জানান, সদর উপজেলার হরিণাকান্দা গ্রামের হেলী মিয়ার ছেলে মিলন মিয়ার স্ত্রী আখি বেগম পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, পরিবারের লোকজন মুমূর্ষু আবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। Related posts:শেরপুর জেলা পুলিশ ২৪ ঘন্টা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছে ॥ পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমশেরপুরে মাদক, জুয়া, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিয়ে, জঙ্গিবাদবিরোধী সমাবেশজামালপুরে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান Post Views: ১৫৬ SHARES সারা বাংলা বিষয়: