আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ‘বয়সের সমতার পথে যাত্রা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক জিএম হায়দার আলী প্রমুখ। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, সহকারী কমিশনার নিরুপমা রায় ও মাহমুদুল হাসান মাহমুদ, শেরপুর গণস্বাস্থ্যের ব্যবস্থাপক কামাল হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রবীণদের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও প্রবীণ বাবা-মায়ের সেবা-শুশ্রুষাকারী ২ জন সন্তানের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। Related posts:নাটোরে চুরির অভিযোগে ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গণধোলাইহকার-দিনমজুরের মাঝে চাল-টাকা বিতরণ করলো ময়মনসিংহ জেলা প্রশাসনজামালপুরের মাদারগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ আটক ৩ Post Views: ২৭১ SHARES সারা বাংলা বিষয়: