ঝিনাইগাতীতে ঘুড়ি উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করলেন চেয়ারম্যানের পুত্র মুশফিক নাইম আকিফ

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, মে ২২, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝাকান্দা ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো উৎসব প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন, জেলা ছাত্রলীগ নেতা ও ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান নাইমের পুত্র মুশফিক নাইম আকিফ। ২১ মে শুক্রবার বিকেলে হাসলিগাঁও গ্রামে অনুষ্ঠিত এ উৎসবের সভাপতিত্ব করেন, মালিঝিকান্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সবুজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদে সদস্য নজরুল ইসলাম। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্র লীগের যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ এলাকার ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ২০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। এ ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় ২ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করবে বলে জানা গেছে। এ উৎসব চলবে আগামী ২ সপ্তাহব্যাপী। শেষ দিন চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।