শেরপুরে জাতির পিতার জন্মশত বার্ষিকীতে জেলা যুব মহিলা লীগের বিনম্র শ্রদ্ধা

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ ১৭ মার্চ স্বাধীন বাংলার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও যুগ্ম আহ্বায়ক, সাবেক এমপি, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় জেলা যুব মহিলা লীগের শহর যুব মহিলা লীগের অন্যতম নেত্রী মাহবুবা রহমান শিমুসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এর আগে সকাল সোয়া আটটায় জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ চেয়ারম্যান শেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে সরকারি বেসরকারি ও শায়িত্বশাসিক বিভাগের কর্মকর্তা রাজনীতিক ব্যাক্তিবর্গ ও জনসাধারণ পুষ্পার্ঘ অর্পন করেন।
সকাল ১০টায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জেলা আইনজীবী সমিতির ভবনে আইনজীবীদের সাথে নিয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওইসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসি ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় শহরের শীতলপুরস্থ বাগে জান্নাত মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।


দিন ব্যাপি শেরপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওয়াতয় জেলার সর্বত্রই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা, দরিদ্র জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ, গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সিমিত পরিসরে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতির পিতার জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস। রাত আটটায় কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সাথে জেলা উপজেলায় আতশবাজি এবং জেলা তথ্য অফিস কর্তৃক জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর জীবনীবৃত্তীক প্রমান্ন চিত্র প্রর্দশন করা হবে। এছাড়া রয়েছে বিভিন্ন ধর্মেয় প্রতিষ্ঠানে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও জাতীর সমৃদ্ধি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।