উখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বউ-শাশুড়ি ও দুইটি শিশু রয়েছে। নিহত বৃদ্ধা সখি বড়ুয়া ওই এলাকার প্রবীণ বড়ুয়ার স্ত্রী। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাসার ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মেডিকেলের ৭৫ শিক্ষার্থী বহিষ্কারসরিষাবাড়ীতে অটোরিকশা চালকের হত্যাকারী দুই যুবক আটকজামালপুরে ট্রেনে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় অধ্যক্ষ আটক Post Views: ২৩৯ SHARES সারা বাংলা বিষয়: