করোনা মোকাবিলায় আরও সহায়তার আশ্বাস এডিবির অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের ধাক্কা সামলাতে বাংলাদেশকে প্রয়োজনে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিনজিন চেন। বৃহস্পতিবার বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং শিনজিন চেন ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) বাংলাদেশকে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন। বৈঠক বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অর্থমন্ত্রী করোনা মোকাবিলায় দ্রুত বাংলাদেশকে সহায়তা করার জন্য এডিবিকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত বাস্তবায়ন করা ১৫ দশমিক ১১ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ সম্পর্কে মন্ত্রী এডিবির কর্মকর্তাদের অবহিত করেন। এডিবি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশকে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে। এর মধ্যে গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার দিয়েছে। এদিকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) বাংলাদেশের সদস্যপদ লাভের বিষয়ে ব্যাংকের প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক ভার্চুয়াল সভায় মিলিত হন। ওই বৈঠকে অর্থমন্ত্রী বলেন, উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বৈদেশিক সহায়তার চাহিদাও বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে তিনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের সদস্যপদ লাভের বিষয়টি উভয়ের জন্য লাভজনক হবে বলে অভিমত ব্যক্ত করেন। উন্নয়নকে টেকসই এবং বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে এনডিবির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। এনডিবির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নকে দুর্দান্ত উল্লেখ করে বাংলাদেশের উন্নয়ন-লক্ষ্য পূরণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। Related posts:দ্রব্যমূল্য বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য: বাণিজ্যমন্ত্রীআলুর দাম বেড়েই চলছেএই মুহূর্তে বাড়াচ্ছি না রেমিট্যান্সে প্রণোদনা : অর্থমন্ত্রী Post Views: ২০৪ SHARES অর্থনৈতিক বিষয়: