শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে আব্দুর রহমান নামে (২০ মাস) বয়সি এক শিশু মারা গেছে। সে উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের নবীনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ১১ জুলাই রবিবার সকালে নবীনপুর গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু আব্দুর রহমানের মা রাবেয়া বেগম গৃহস্থালীর কাজ করছিলেন। এ সময় সবার অলক্ষ্যে শিশু রহমান খেলাচ্ছলে ঘর থেকে বের হয়ে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। পরে আব্দুর রহমানকে ঘরে না পেয়ে তার মা রাবেয়া বেগমের ডাক-চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস রোববার বিকেলে বলেন, এ ঘটনায় শিশুর বাবা মোহাম্মদ আলী থানায় অপমৃত্যুর মামলা করেছেন। পরিবারের আবেদনক্রমে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। Related posts:শ্রীবরদীতে পৌর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানঝিনাইগাতীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতনালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Post Views: ১৯৩ SHARES শেরপুর বিষয়: