শেরপুরে আরও ৭১ জন করোনায় আক্রান্ত, নতুন মৃত্যু ২

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা ১০১৯

স্টাফ রিপোর্টার : শেরপুরে নতুন করে একদিনে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ২৯০ জন। আর মোট মৃত্যু হয়েছে ৪২ জনের। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ১৯ জন। ১২ জুলাই সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওইসব তথ্য পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। এর মধ্যে ৪৯ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ৫ জন, নকলা উপজেলায় ১, ঝিনাইগাতীতে ৮ জন ও শ্রীবরদীতে ৮ জন রয়েছেন। মোট ২২২টি নমুনা পরীক্ষায় ৭১ জনের পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩১.৯৮ ভাগ। জেলায় মোট আক্রান্ত ২ হাজার ২৯০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩১ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ১০১৯ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৬৭ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৪৮ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে উর্ধ্বমুখী হচ্ছে। করোনার বিস্তার রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ মাস্ক ব্যবহারের বিকল্প নেই। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।