জামালপুরে নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩৬জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৪৬৬২জন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
৯ আগষ্ট সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষা করে ২২জনের রিপোর্ট পজেটিভ হয়েছে। অপরদিকে জামালপুর জেলার স্থায়ী বাসিন্দার ২৬টি নমুনা পরীক্ষা করে ৫জনের রিপোর্ট পজেটিভ হয়েছে।
জেলা/ উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেনে ৫২টি নমুনা পরীক্ষা করে ৯জনের রিপোর্ট পজেটিভ হয়েছে। সারা জেলায় ১৬০টি নমুনা পরীক্ষা করে ৩৬জনের রিপোর্ট পজেটিভ হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৪৬৬২জন। আক্রান্তদের মধ্যে জামালপুর সদর উপজেলায় ১০জন, মেলান্দহ উপজেলায় ৩জন, সরিষাবাড়ি উপজেলায় ১২জন, ইসলামপুর উপজেলায় ১জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ৪জন ও বকশিগঞ্জ উপজেলায় ৬জন রয়েছে।
আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনা উপস্বর্গ তাদের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭জন।করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ ৪১০৯জন। উন্নত চিকিৎসার জন্য জামালপুরের বাইরে পাঠানো হয়েছ ৪১জন।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা.মো.মাহফুজুর রহমান সোহান জানান, প্রতিদনই করোনার রোগী বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আসবে। মানুষকে সচেতন হওয়ার, সঠিকভাবে মাস্ক পড়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।