গাজীপুরে জাতীয় শোক দিবস পালনে ১৫০টি গরু দিলেন সিটি মেয়র অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১ অনলাইন ডেস্ক : জাতীয় শোক দিবস সুষ্ঠু ও সফলভাবে পালনের লক্ষে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড, থানা, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ১৫০টি গরু বিতরণ করা হয়েছে। ১৪ আগস্ট শনিবার দুপুরে গাজীপুর সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে নগরীর ছয়দানাস্থ বাসভবন প্রাঙ্গনে এসব গরু বিতরণ করা হয়। এই সাথে শোক দিবসের অনুষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য প্রতিটি ওয়ার্ডে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। তবে লোকসংখ্যা ও আয়তন বিবেচনায় কোনো কোনো ওয়ার্ডে একাধিক গরু বিতরণ করা হয়েছে। শোক দিবস উপলক্ষে সকালে দোয়া আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকসেদ আলম, সহদপ্তর সম্পাদক মো: মাজহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণের লক্ষ্যে ১৫টি গরু বিতরণ করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার টোক নয়ন বাজার বণিক সমিতি কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে ওই ১৫টি গরু বিতরণ করেন। গরু বিতরণ অনুষ্ঠানে দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর সদর উপজেলা নির্বাচনে নিরাপত্তায় থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৩ হাজার সদস্যজামালপুরে গৃহবধুর মরদেহ উদ্ধারনরসিংদী কারাগার থেকে পালানো দুই জঙ্গি গ্রেফতার Post Views: ১৯৭ SHARES সারা বাংলা বিষয়: