সিরাজগঞ্জে ইউএনও-এসিল্যান্ডের ওপরে হামলায় ৭ নারী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শতবর্ষী খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের বিরোধিতায় আন্দোলন করতে গিয়ে ইউএনও-এসি ল্যান্ডের ওপর হামলার ঘটনায় সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা প্রশাসনের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার পর থেকে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। রবিবার রাতে উপজেলার নিভৃত পল্লী কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া ও হলদিগ্রামে এ অভিযান চালানো হয়।

এর আগে রবিবার সকালে উপজেলা প্রশাসন আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রস্তাবিত স্থান বলদিপাড়া-হলদিঘর খেলার মাঠ পরিদর্শনে গেলে সেখানে আন্দোলনকারী নারী ও শিশুরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওই সময় ইটপাটকেলের আঘাতে এসি ল্যান্ড লিয়াকত সালমান আহত হন। এ ছাড়া একই সময়ে এক শিশু ও নারীসহ অন্তত পাঁচজন গ্রামবাসী আহত হয়।
এ ঘটনায় রাতেই ভূমি অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো ১২০ নারী ও পুরুষকে আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে সাত নারীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাস্তার ওপরে গাছের গুঁড়ি পুঁতে ও বাঁশ দিয়ে গ্রামবাসীর তৈরি করা ব্যারিকেড অপসারণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অরো বলেন, ঘটনার সময়ের ভিডিও ও ছবি দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হবে, কাউকে হয়রানি করা হবে না। গ্রেপ্তারদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।