জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হামিদ মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট শুক্রবার দুপুর ১২টার দিকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। হামিদ একই এলাকার হারুনুর রশিদের ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার বৃষ্টিতে গোসল করতে নামে শিশু হামিদ। বাড়ির আশে পাশে বৃষ্টির পানিতে খেলা করার এক পর্যায়ে বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে যায় সে। এ অবস্থায় পানিতে ডুবে সেখানেই মারা যায় হামিদ। অনেকক্ষন সময় বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোজঁতে থাকে। পরে ওই পুকুর থেকে হামিদের মরদেহ উদ্ধার করে স্বজনরা।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।