জামালপুরে নকল করার দায়ে ১১ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিস্কার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫ জামালপুরের মাদারগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় নকল করার দায়ে ১১ পরীক্ষার্থী ও দায়িত্ব অবহেলার দায়ে ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালীন বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪ পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা কেন্দ্রের ২ দাখিল পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক, জোনাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোকেশনাল শাখার ৩ পরীক্ষার্থী ও উপজেলার গুনারীতলা ইউনিয়নের ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। তিনি বলেন, নকল ও অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। যারা নকলের সঙ্গে যুক্ত থাকবে তাদের কাউকে ছাড় নয়। আজ ৪টি পরীক্ষা কেন্দ্রের ১১ পড়ীক্ষার্থী ও ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ। Related posts:ইসলামপুরে দুস্থ -অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণমাদারগঞ্জের মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যুইসলামপুরে উপজেলা বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে Post Views: ৩৫ SHARES জামালপুর বিষয়: