বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫ জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হামিদুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের পাগলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাতে নিজের অটোরিকশার চার্জের জন্য নিজ ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে যায় হামিদুর রহমান। সংযোগ দেওয়ার সময় এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি৷ এ সময় বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হামিদুর রহমান মারা যান। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। Related posts:জামালপুরে সহকারী প্রিজাইটিংকে দুই বছরের কারাদণ্ডচেক জালিয়াতির মামলায় বিএনপি নেতার কারাদণ্ডজামালপুরে টিকা নিতে চায় মৃত মোখলেছ! Post Views: ২৭ SHARES জামালপুর বিষয়: