মাদারগঞ্জে বিতর্কিত সমবায় সমিতির মালামাল সরাতে গিয়ে আটক ২

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিতর্কিত ‘আল আকাবা সমবায় সমিতি’র মালামাল গোপনে সরানোর সময় স্থানীয়দের হাতে দুই ব্যক্তি আটক হয়েছেন। শনিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিদের একজন জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমির মোকাদ্দেস হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে ও তার এক সহযোগীকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে স্থানীয় একটি দোকানে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, রাতের অন্ধকারে ‘আল আকাবা সমবায় সমিতি’র মালিকানাধীন একটি পোশাকের দোকান থেকে বিপুল পরিমাণ মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযুক্তদের ধরে ফেলেন।
গ্রাহক আজাহারুল ইসলাম বলেন, ‘এই সমবায় সমিতির কর্মকর্তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে উচ্চ সুদের প্রলোভনে টাকা নিয়েছেন। পরে প্রতারণার মাধ্যমে প্রায় ৭০০ কোটি টাকা আত্মসাৎ করেন। এখন তারা গোপনে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছেন।’
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা আটক করে আমাদের খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আটক দুইজনকে থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’
আটক জামায়াত নেতা মোকাদ্দেস হোসেন দাবি করেন, তিনি ওই দোকানের একজন অংশীদার এবং মালামাল সরানোর ঘটনায় তার কোনো প্রতারণার উদ্দেশ্য ছিল না। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
‘আল আকাবা সমবায় সমিতি’ দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগে আলোচিত। প্রায় এক বছর আগে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং কর্মকর্তারা পলাতক রয়েছেন বলে জানা গেছে।