মাছ ধরতে গিয়ে প্রাণ গেল আনসার সদস্যের

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নায়েব আলী (৪০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের কুশলনগর গ্রামে এ ঘটনা ঘটে। নায়েব আলী ওই গ্রামের হজরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নায়েব আলী স্থানীয় দশানী নদীতে মাছ ধরতে যান। নদীর পাড় ঘেষে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে নায়েব আলী ঘটনাস্থলেই মারা য়ান।

নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ছাত্তার বলেন, স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নায়েব আলী আনসার-ভিডিপির সদস্য ছিলেন।