নারী ও শিশু নির্যাতন মামলা॥ ২৪ ঘন্টার মধ্যেই মামলার চার্জশিট দিল পুলিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১ প্রতিনিধি,জামালপুর॥ জামালপুর সদর উপজেলায় যৌতুকের জন্যে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা করার ১২ ঘন্টার মধ্যে জড়িত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদশক (এসআই) মো.নজরুল ইসলাম ৩১ আগস্ট মঙ্গলবার সকালে আদালতে এ চার্জশিট দাখিল করেন। মামলায় চার্জশিটভুক্ত আসামি জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকার খলিল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৮)। তাঁর আরও একটি স্ত্রী রয়েছে। তিনি প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে এই মামলার বাদী চায়না বেগমকে (৩১) বিয়ে করেন। মামলার এজেহার ও পুলিশ জানায়, প্রতারণা করে এবং প্রথম বিয়ের বিষয়টি গোপন করে ৫ মাস আগে রুবেল মিয়া জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার চায়না বেগমকে বিয়ে করেন। বিয়ের সময়ে চায়না বেগমের পরিবার নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্র উপহার হিসেবে দেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই প্রতারক রুবেল মিয়া ২ লাখ টাকার জন্যে তাঁর ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। টাকা না দিলে তাঁকে তালাক দেওয়ার হুমকি প্রদান করতে থাকেন। গত রোববার রাতে ওই টাকার জন্যে তাঁকে ব্যাপক মারধর করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরদিন সোমবার রাতে ওই নারী বাদী হয়ে সদর থাকায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রেজাউল ইসলাম খান বলেন, নারী নির্যাতননের মামলা দায়ের পর পরই পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদের নির্দেশে আসামীকে গ্রেফতার করে ২৪ ঘন্টার মধ্যেই আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এই থানায় এটাই প্রথম এতো অল্প সময়ের মধ্যে কোনো মামলার চার্জশিট দেওয়ার ঘটনা। মামলার বাদী চায়না বেগম পুলিশের পদক্ষেপে খুশি হয়েছেন। তিনি বলেন, জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ এবং সদর থানার পুলিশ নারী নির্যাতনের বিরুদ্ধে এই পদক্ষেপ অব্যাহত রাখলে জেলায় নারী নির্যাতন কসে যাবে। Related posts:সরিষাবাড়ীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধারসরিষাবাড়ীতে আ.লীগের ১৬ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলাপ্রেমের টানে মেক্সিকো থেকে জামালপুর Post Views: ১০৭ SHARES জামালপুর বিষয়: