জামালপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭সেপ্টম্বর) জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো.কাউসার আহমেদ জানান, রাতে চলাচলকারী কোন এক ট্রেনের ধাক্কায় গুরুতর আতহ হয়ে রেললাইনের পাশেই পরেছিল ওই ব্যক্তি। সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির গায়ের রঙ ফর্সা। তার পরনে ছাই রঙের ট্রাউজার ও নীল রঙের গেঞ্জি ছিলো। তার অনুমানিক বয়স ৪৫ হবে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। Related posts:জামালপুরে মুক্ত দিবসে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিতসানন্দবাড়ীতে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১বকশীগঞ্জে ছেলের দায়ের কুপে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে গ্রেফতার Post Views: ২৮১ SHARES জামালপুর বিষয়: