নকলায় ধান শুকাতে গিয়ে বাস চাপায় প্রাণ হারালো কৃষক

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় লাভা গ্রামে ঢাকা শেরপুর মহাসড়কে ধান শুকাতে গিয়ে প্রান হারিয়েছে সেকান্দর আলী ওরফে সেগাম (৬৫) নামে এক কৃষক ।

আজ ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে লাভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নকলা বাইপাস সড়কে ধান শুকানোর সময় নালিতাবাড়ী থেকে একটি যাত্রীবাহী বাস চাপায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় । এরপর নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবলীগ নেতা সুজন বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম নিহত সেকান্দর আলীর ৩ মেয়ে ১ ছেলের জনক ছিল।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, বাস চাপায় কৃষকের মৃত্যু ঘটনায় নকলা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। সেই সাথে দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেই বাসটিকে ফুলপুর থানায় আটক করা হয়েছে।