ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ছাত্রদল সমর্থক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে ছাত্রদল সমর্থক লাল মিয়া (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। লাল মিয়া ওই এলাকার মাফুল মোল্লার ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত লাল মিয়া তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে কটুক্তিমূলক কথা লিখে পোস্ট দেন। এ বিষয়টি চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান আনিছের নজরে এলে তিনি বাদী হয়ে লাল মিয়ার মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ছাত্রলীগ নেতা আনিছুর রহমান আনিছ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় নেত্রীর মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এটা মেনে নেয়া যায় না। তাই বাদী হয়ে মামলা করা হয়। মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবক বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সমর্থক। শনিবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। Related posts:জামালপুরে সহকারী প্রিজাইটিংকে দুই বছরের কারাদণ্ডজামালপুরে সার বোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যুব্যবসায়ী হত্যা মামলায় কারাগারে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান Post Views: ২১৭ SHARES জামালপুর বিষয়: