মেলান্দহে ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রী নিহত, আহত ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাজ মিস্ত্রী রকিবুল টিকাদার (২২) নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহত রাজমিস্ত্রী রকিবুল টিকাদার মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামের সোনাহার টিকাদারের পুত্র। আহতরা হলেন একই গ্রামের গফুর শেখের পুত্র নুরু শেখ (৫৫), মৃত লোকমানের ছেলে সুুরুজ মিয়া (৩৫) ও মৃত মুনছের আলীর ছেলে মিলন মিয়া (৩০)। তারা সকলেই জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের তালতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান- সকালে মেলান্দহের ঝিনাই ব্রীজের পরে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাকের সাথে জামালপুরগামী একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার ৪ যাত্রী গুরুত্বর আহত হয়। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি পুলিশ। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা: অনিক জানান- সড়ক দূর্ঘটনায় আহত ৪জনকে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে রকিবুল মারা যান। বাকি ৩জন চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। Related posts:বকশীগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতারবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন ধর্মমন্ত্রীমাদারগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার Post Views: ৩৩৯ SHARES জামালপুর বিষয়: