সরিষাবাড়ীতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদীঘা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও মাঠ উচুকরনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকায় বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পোগলদীঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তরফদার, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, শিক্ষার্থী রাফিউল আলম বিজয় প্রমুখ। এ সময় বক্তারা জানান, পানি নিষ্কাশন না হওয়ায় বছরের বেশীরভাগ সময় পোগলদীঘা উচ্চ বিদ্যালয়ের মাঠটি পানির নিচে তলিয়ে থাকে। এতে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতে যেমন ভোগান্তি পোহাতে হয় তেমনি খেলাধুলার পরিবেশ না থাকায় প্রতিভা বিকাশ বাঁধাগ্রস্থ হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের খেলার মাঠের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও মাঠ উচুকরণের জোর দাবি জানান তারা। Related posts:জামালপুরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের রাস্তার নামফলক ভাংচুরফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া শিব্বির দিনাজপুর থেকে উদ্ধারইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ Post Views: ১৬৬ SHARES জামালপুর বিষয়: