বকশীগঞ্জে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার বিকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মফিজ উদ্দিন, সহ-সভাপতি আবু জাফর, সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সায়ুম, যুবলীগ নেতা আব্দুল আলীম তারা, ছাত্রলীগের সভাপতি জুম্মান, ছাত্রলীগ নেতা শাহ মোহাম্মদ শান্ত প্রমুখ।