ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মারা যাওয়া পাঁচজন হলেন- ময়মনসিংহ সদরের বদিউজ্জামান (৬০), ফুলপুরের রওশন আরা (৪৩), রাজু মিয়া (১৬), ভালুকার নূরজাহান বেগম (৭৬) এবং কিশোরগঞ্জ সদরের সুলতান উদ্দিন (৭৮)। ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ছয়জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ছয়জন। Related posts:নেত্রকোনায় ঘর থেকে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধাররাজশাহী সিটি নির্বাচন উপলক্ষ্যে আরএমপি কমিশনার আনিসুর রহমানের ব্রিফিংবরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০ Post Views: ১৮২ SHARES সারা বাংলা বিষয়: