ফুলপুরে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে প্রবাসী ছেলের মৃত্যু

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি গাইরা গ্রামে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে প্রবাসী ছেলের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, ছেলেটির বাবা আব্দুল জলিল আকন্দ (৭৫) ধর্মীয় মাহফিল শুনে শনিবার ২২ জানুয়ারি রাত ১০টার দিকে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসার জন্য তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে দেড়টায় মৃত্য হয়। অ্যাম্বুলেন্সে করে বাবার লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত আলী (২৫) বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়েন। রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হলে । ২৩ জানুয়ারি রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
ভাইটকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাল মিয়া জানান আরও বলেন, জুলমত সিঙ্গাপুর প্রবাসী ছিলেন কিছু দিন পূর্বে তিনি বিয়ে করার জন্য দেশে আসেন। জুলমত দেশে আসার পর কনে দেখে বিয়ে ঠিক হয়েছিল। আজই তার কাবিন করানোর কথা ছিল। কিন্তু বিয়ের ঘণ্টা আগে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর একসঙ্গে বাবা-ছেলের জানাজা শেষে দাফন করা হবে।