নানা কর্মসূচির মধ্য দিয়ে ফুলপুরে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৮ অক্টোবর সোমবার দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু কর্নারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি তদন্ত আব্দুল মোতালিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান।
এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।