জামালপুরে হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

জামালপুর প্রতিনিধি : গাজীপুরের গার্মেন্টস শ্রমিক শামীম হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। আটককৃত হলো বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ফুলদহপাড়া গ্রামের সুফিয়া বেগম সুফে,তার দুই ছেলে সবুজ ও শুভ।

জানা যায়, গাজীপুরের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নাদেরুজ্জামান জানান, ১৯ অক্টোবর গাজীপুরের গাছা থানার বড়বাড়ীর নাজ জিন্স প্রসেসিং হাউজের হেল্পার শামীমের সাথে সবুজের কথাকাটাটি হয়। এর জেরধরে বেধড়ক মারপিট করে সবুজসহ তার সহযোগিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীমের। এ ঘটনায় গাছা থানার একটি মামলা হয়। মামলা নাম্বার ২২(১০)২১ ধারা-৩০২/৩৪। শামীম নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার খড়াইল দিঘরপাড়ের দেলোয়ার হোসেনের ছেলে।

২৭ অক্টোবর বুধবার মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে হত্যাকারী সবুজ ও তার সহযোগিদের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে অভিযান চালিয়ে বকশীগঞ্জের বাট্টাজোর এলাকা থেকে তাদের আটক করে। বৃহস্পতিবার দুপুরে গাছা থানা পুলিশের কাছে আসামীদের হস্তান্তর করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান,তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত জেনে অভিযান চালিয়ে আটক করা হয়।