জামালপুরে ফেনসিডিলসহ হাসপাতালের পরিচালক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর শহরের মিয়াপাড়া থেকে ৮ বোতল ফেনসিডিলসহ ডাঃ বিদ্যুৎ নামে এক ক্লিনিক মালিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জহিরের নেতৃত্বে সদর থানা পুলিশ শহরের মিয়াপাড়ায় আমেনা জেনারেল হাসপাতালে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শপিংব্যাগে ৮ বোতল ফেনসিডিল নিয়ে বের হওয়ার সময় ক্লিনিক মালিক ডা: এস এম এনামুল হক বিদুৎকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ডা: এসএম এনামুল হক বিদুৎ শহরের মিয়াপাড়ার সিরাজুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, ডা: এনামুল হক বিদুৎ একজন মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ ইয়াবা সেবন করে আসছিল। মাদকাসক্ত অবস্থায় রোগী দেখতেন। ওই হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ করেও প্রতিকার পাচ্ছিলনা ভুক্তভুগি রোগীরা। জামালপুর সদর থানার ওসি সালেমুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ডা: এসএম এনামুল হক বিদ্যুতের নামে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:ছুরিকাঘাতে আরএফএলর কর্মকর্তা নিহত : গ্রেফতার ৩সরকার কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করছে : মেয়র লিটনজামালপুরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ Post Views: ২৩৬ SHARES সারা বাংলা বিষয়: