হবিগঞ্জে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪ হবিগঞ্জের বাহুবলে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার বাহুবল উপজেলার নোয়াওই গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতলা ভবনের ঘরে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় জেলা জুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ দুপুরে তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন। হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আমরা চাই প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যকর করা হউক। Related posts:নারায়ণগঞ্জে দুই মেয়েসহ মাকে গলা কেটে হত্যাজামালপুরে করোনায় আক্রান্ত পূর্বপশ্চিমের জেলা প্রতিনিধি মেহেদি হাসানবাবার মৃত্যুর খবরে মেয়ের মৃত্যু Post Views: ১২৪ SHARES সারা বাংলা বিষয়: