শেরপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাশোসিয়েশন শেরপুর জেলা শাখার আয়োজনে ২০ সেপ্টেম্বর শুক্রবার শেরপুর জেলা পরিষদ নিজস্ব হলরুমে সকাল ১০টায় ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক সেমিনার ও আলোচনা সভা ২০১৯ অনুষ্ঠিত হয়। বিডিএমএ শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তোফায়েল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, শেরপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ পিযুষ চন্দ্র সূত্রধর, বিডিএমএ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ডাঃ খাজা আহম্মেদ কামাল, আলহাজ্ব ডাঃ আক্রাম হোসেন, রেনেটা লিমিটেড এর মেডিকেল এ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ডাঃ হিল্লোল কুমার চৌধুরী, রেনেটা লিমিটেডের এসিষ্ট্যান্ট সেলস্ ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিডিএমএ শেরপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ডাঃ আলহাজ্ব গোলাম মোস্তফা, গীতা পাঠ করেন সহ সভাপতি ডাঃ শংকর চন্দ্র পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মধ্য দিয়েই দিনব্যাপী সেমিনারের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক তথ্য চিত্র তুলে ধরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রতিকার বিষয়ক চিত্র দেখানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিডিএমএ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু রাশেদ বারী। এ সময় বিডিএমএ শেরপুর জেলা শাখার সকল সদস্য রেনেটা লিমিটেডের কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যুপথে পথে অসহায়দের হাতে ইফতারী দিচ্ছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিতনেত্রকোনায় আধিপত্য নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ Post Views: ২৩৪ SHARES সারা বাংলা বিষয়: