দূর্গাপূজার নিরাপত্তা নিয়ে শেরপুর জেলা পুলিশের মতবিনিময়

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। ২২ সেপ্টেম্বর রবিবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামের সঞ্চলনায় আসন্ন শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা নিয়ে অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) মস্তুফা কামাল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে ভানু উপস্থিত ছিলেন।