ময়মনসিংহে ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২১ ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- অটোরিকশাচালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৭০)। ১০ নভেম্বর বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। উদ্ধার শেষে নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হয় থানায়। আর আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। Related posts:প্রতিটি সেক্টরে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া আছেমধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীরশ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত Post Views: ২৫৫ SHARES সারা বাংলা বিষয়: