সীমান্ত হত্যাকে দুঃখজনক : ভারতীয় হাইকমিশনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সীমান্ত হত্যা বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের গত রোববারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আই এগ্রিড উইথ হিম, দ্যাট ইট ইজ এ স্যাড ডেভেলপমেন্ট।’ ১৫ নভেম্বর সোমবার সকালে দিনাজপুর রায় সাহেব বাড়িতে এক কোটি তেত্রিশ লাখ টাকা ব্যয়ে একটি বহুমুখী কমিউনিটি হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিক্রম কুমার দোরাইস্বামী। ভারত সরকারের অর্থায়নে নির্মিত কমিউনিটি হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার। দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল-বীরগঞ্জ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় বক্তব্য রাখেন, রায়সাহেব দেবোত্তর এস্টেটের এজেন্ট বাবু চিত্ত ঘোষ ও লোকনাথ মন্দিরের সদস্য বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। হলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, অবশ্যই আমরা মৃত্যু চাই না। সীমান্ত রক্ষীবাহিনীর প্রতি আত্মরক্ষা ব্যতিরেকে গুলি না চালানোর প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। আমরা সীমান্তে হত্যা বন্ধে সম্মিলিতভাবে কাজ করে এটিকে পুরোপুরিভাবে বন্ধ করতে চাই। এ সময় তিনি সীমান্তে হত্যায় আবারও গভীরভাবে অনুতপ্ত বলেও উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার পরে ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। পরে তিনি খানসামায় একটি ছাত্রাবাসসহ সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি ডাইনিং হল ও প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে ভারতীয় হাইকমিশনারের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন ও রংপুরে সিংড়া হাউস পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে। Related posts:দিনাজপুরে বজ্রপাতে প্রাণ গেল ৭ জনেরট্রলার ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত Post Views: ১৭৩ SHARES সারা বাংলা বিষয়: